হার্ট ফেইলিউর কি সম্পূর্ণ নিরাময়যোগ্য?
হার্ট ফেইলিউর বা হৃৎপিণ্ড অকার্যকর হওয়া দেহের একটি জটিল অবস্থা। এ সমস্যা কি সম্পূর্ণ নিরাময়যোগ্য? এ বিষয়ে কথা বলেছেন ডা. শফিকুর রহমান পাটওয়ারী।
বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪০৮তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : হার্ট ফেইলিউর কি সম্পূর্ণ নিরাময়যোগ্য?
উত্তর : অনেক সময় দেখা যায়, গর্ভাবস্থায় হার্ট ফেইলিউর হয়। একে প্রি-পারটাম মায়োপ্যাথি বলে। এ ক্ষেত্রে দেখা যায়, গর্ভাবস্থা শেষ হয়ে যাওয়ার পর রোগটি ভালো হয়ে যায়।
আবার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কারণে হার্ট ফেইলিউর হয়। দেখা যায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে হার্ট ফেইলিউর ঠিক হয়ে যায়। কিছু কিছু হার্ট ফেইলিউর একেবারেই নিরাময়যোগ্য। আবার কিছু কিছু হার্ট ফেইলিউর নিরাময়যোগ্য নয়। যেমন : ডাইলাইটেড কার্ডিওমায়োপ্যাথি, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি মূলত হার্ট অ্যাটাকের পরে যেগুলো হচ্ছে, এই হার্ট ফেইলিউরগুলো পুরোপুরি নিরাময় হচ্ছে না।
এ ক্ষেত্রে কী করতে হবে? আমরা রোগগুলো নির্ণয় করি ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এসব পরীক্ষার মাধ্যমে। নির্ণয় করার পর তাদের দীর্ঘমেয়াদি কিছু ওষুধ দিতে হয়। এ ছাড়া আমরা বলি, লবণ কম খাবেন। পানির পরিমাণ কতটুকু হবে, এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন।