বাত জ্বরের কারণে হওয়া জয়েন্টে ব্যথা কি ভালো হয়?
বাত জ্বরে অনেকেই ভোগেন। এ জ্বরের কারণে জয়েন্টে ব্যথা ও হার্টের সমস্যা হতে পারে। বাত জ্বরের কারণে হওয়া জয়েন্টে ব্যথা কি ভালো হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৫৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদ।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাত জ্বরের কারণে হওয়া জয়েন্টে ব্যথা কি ভালো হয়?
উত্তর : আসলে শিশুদের বাতের চেয়ে বাত জ্বরের বিষয়ে বেশি খেয়াল রাখতে হয়। আমাদের যখন গলাব্যথা হয়, গলায় সংক্রমণ হয়, তার দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে গিয়ে আমাদের জয়েন্ট ব্যথা হতে পারে। এ গিরাব্যথা কিন্তু বাতের কারণে হওয়া ব্যথার চেয়ে একটু আলাদা। বাত জ্বরের গিরাব্যথা হয় বড় বড় জয়েন্টে। নিচের পায়ে বেশি হয়। হাঁটু, গোড়ালি ইত্যাদিতে বেশি হয়।
তবে ভালো বিষয় হলো, বাত জ্বরের ব্যথা সাধারণত এক মাসের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যায়। এক মাস পর বাত জ্বরের ব্যথা আর থাকে না। সুতরাং ওই সময়টুকু কেবল গিরার চিকিৎসা করতে হবে।
আমার জানি, বাত জ্বর আরো কিছু জায়গা আক্রমণ করে। যেমন, হার্টের ভাল্ভকে আক্রমণ করে। তাই এ গিরাব্যথা নিয়ে আমরা বেশি সতর্ক থাকি না। কারণ, এটি এক মাসের মধ্যে ভালো হয়ে যাবে। বাত জ্বরের চিকিৎসা সঠিক সময়ে হলে কোনো সমস্যাই হবে না। তাই সঠিক সময় রোগ নির্ণয় করা জরুরি।