মুটিয়ে গেছেন? জানেন কী সমস্যা হতে পারে আপনার?
মুটিয়ে যাওয়ার সমস্যা বর্তমানে বেশ প্রচলিত। মুটিয়ে গেলে ডায়াবেটিস, হৃদরোগ, ক্যানসারসহ হতে পারে বিভিন্ন সমস্যা।
মুটিয়ে যাওয়ার বিভিন্ন সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৯৬তম পর্বে কথা বলেছেন ডা. মো. শাকিল মাহমুদ। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেলের বায়োকেমিস্ট্রি ও পুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মুটিয়ে যাওয়ার কি ভয়াবহ কোনো স্বাস্থ্য ঝুঁকি রয়েছে?
উত্তর : আপনি যেটি বললেন, দৌঁড়াতে গেলে অসুবিধা হয়, দেখতে গেলে অসুবিধা হয়, কাজকর্মে পিছিয়ে যাচ্ছে- এগুলো হলো মুটিয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণ।
একটি শিশুর যদি বেশি ওজন থাকে, তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণে বেড়ে যাবে। একটি শিশুর বেশি ওজন থাকলে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকগুণে বেড়ে যাবে। শিশুর ওজন বেশি থাকলে হৃদরোগের ঝুঁকি অনেক বাড়বে। শিশুর ওজন বেশি থাকলে ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকি অনেক বাড়বে। বেশি ওজন হলে কোমরব্যথা, পিঠব্যথা বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা ওজন বাড়লে সে বিষণ্ণতায় ভুগবে। এসব সমস্যা বড়দের ক্ষেত্রেও হয়।