দুশ্চিন্তা থেকে কি চুল পড়তে পারে?
চুল পড়া বেশ প্রচলিত একটি সমস্যা। অনেকের ধারণা, দুশ্চিন্তা থেকে চুল পড়ে। তবে বিষয়টি কি আসলেই সঠিক?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫২৩তম পর্বে কথা বলেছেন ডা. জাহেদ পারভেজ। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : দুশ্চিন্তা থেকে কি চুল পড়তে পারে?
উত্তর : দেখুন, দুশ্চিন্তায় চুল পড়তে পারে। মানসিক চাপের কারণে চুল পড়তে পারে। এটি পুনরায় তৈরি হবে। তবে অন্যান্য কারণে চুল পড়ার সমস্যা হলে সেটি ভাববার বিষয়। যেমন, ভিটামিনের ঘাটতি, আয়রনের ঘাটতি, থাইরয়েড রোগ অথবা বংশগত চুল পড়া যদি হয়, এটি কিন্তু চিকিৎসা ছাড়া ঠিক হবে না। তবে দুশ্চিন্তায় চুল পড়ার হার কিছুটা বাড়তে পারে। এর মানে এই নয় যে চুল পড়ার বন্যা বয়ে যাবে। সেটা কখনোই হবে না। একটি মাত্রা পর্যন্ত বাড়তে পারে।