কী কারণে চুল পড়ছে, কীভাবে বুঝবেন?
দুশ্চিন্তা, ভিটামিন ডি-এর ঘাটতি, আয়রনের ঘাটতি, বংশগতি, রক্তস্বল্পতা ইত্যাদি বিভিন্ন কারণে একজন মানুষের চুল পড়ে। তবে কী কারণে চুল পড়ছে, সেটি বোঝার উপায় কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫২৩তম পর্বে কথা বলেছেন ডা. জাহেদ পারভেজ। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কী কারণে চুল পড়ছে, সেটি আপনারা কীভাবে বুঝতে পারেন?
উত্তর : আমরা যদি একজন রোগীর রুটিন ব্লাড টেস্ট করি, তখন বোঝা যাবে একজন রোগীর হিমোগ্লোবিন কত রয়েছে, তার শরীরে রক্তের স্বল্পতা রয়েছে কি না। রক্তস্বল্পতা থেকে চুল পড়তে পারে। আর আজকাল বলা হচ্ছে, ভিটামিন ডি-এর ঘাটতির কথা। আমাদের দেশের মানুষের ভিটামিন ডি-এর ঘাটতি হয়। আমরা দেখি ডি-এর মাত্রা কেমন রয়েছে। এটি থেকে চুল পড়ে। ভিটামিন ডি পরীক্ষা করে সে অনুযায়ী খাবার ওষুধের কথা বলি। চুল পড়ার কারণ নির্ণয়ে হরমোনের ক্ষেত্রে অবশ্যই থাইরয়েড হরমোনের বিষয়টা দেখা উচিত।