ফ্যামিলি মেডিসিন কী?
ফ্যামিলি মেডিসিন চিকিৎসাবিজ্ঞানের একটি বিভাগ। এ বিভাগটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষকে চিকিৎসার বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে।
ফ্যামিলি মেডিসিনের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৪৩তম পর্বে কথা বলেছেন ডা. মসরোজ সেলিনা। বর্তমানে তিনি প্রাভা হেলথ ফ্যামিলি ডক্টরস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্যামিলি মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণ মেডিসিন ও ফ্যামিলি মেডিসিন—দুটোর মধ্যে পার্থক্য কী?
উত্তর : যখন কোনো প্রাপ্তবয়স্ক মানুষের সমস্যা হয়, তখন তিনি মেডিসিনের চিকিৎসকের কাছে যান। যখন একজন বাচ্চার সমস্যা হয়, তখন তাকে নিয়ে আপনি পেডিয়াট্রিকের কাছে যান। ফ্যামিলি মেডিসিন হলো এমন একটি বিষয়, এটি সম্পূর্ণটাকেই পূর্ণ করছে। শিশু থেকে বৃদ্ধ, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এ বিষয়টি সাহায্য করছে।