রক্তস্বল্পতা কখন বলা হয়?
অনেকেই রক্তস্বল্পতার সমস্যায় ভোগেন। দেহে রক্তস্বল্পতা হয়েছে, কখন বলা হয়, এ বিষয়ে কথা বলেছেন ডা. গুলজার হোসেন।
বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের হেমাটলজি বিভাগে রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৫৯তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : রক্তস্বল্পতা বলতে আমরা কী বুঝি?
উত্তর : আসলে এনিমিয়া বা রক্তস্বল্পতা বলতে আমরা বুঝি যে রক্তে হিমোগ্লোবিনের ভাগটা কমে যাওয়া। হিমোগ্লোবিন বলতে আমরা জানি, রক্তের যে লোহিত কণিকা, তার একটি রঞ্জক পদার্থ হলো হিমোগ্লোবিন। এটি আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করে। আমাদের শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে, বিভিন্ন কোষে অক্সিজেনকে পৌঁছে দেয় এবং কার্বন ডাইঅক্সাইডকে আবার সেখান থেকে নিয়ে আসে। এর মানে খুবই গুরুত্বপূর্ণ।
হিমোগ্লোবিন যখন স্বাভাবিক মাত্রার তুলনায় কমে যায়, পুরুষদের ক্ষেত্রে আমরা ধরি সাড়ে ১২ গ্রাম পার ডেসিলিটার থেকে ১৪ দশমিক ৫ গ্রাম পার ডেসিলিটার পর্যন্ত স্বাভাবিক মাত্রা। নারীদের ক্ষেত্রে আমরা মনে করি, ১১ দশমিক ৫ থেকে ১৩ দশমিক ৫ পর্যন্ত আমরা মনে করি। এই স্বাভাবিক মাত্রার চেয়ে যখন হিমোগ্লোবিন কমে যায়, তাকে আমরা এনিমিয়া বা রক্তস্বল্পতা বলি।

ফিচার ডেস্ক