পেপটিক আলসার নির্ণয়ে কী পরীক্ষা করবেন?
পেপটিক আলসার হলো, অন্ত্রনালির ঘা। পেপটিক আলসার নির্ণয়ে সবচেয়ে উপযোগী পরীক্ষা হলো এন্ডোস্কোপি।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৭৮তম পর্বে কথা বলেছেন ডা. এইচ এ এম নাজমুল আহসান। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পেপটিক আলসার নির্ণয়রে কী পরীক্ষা করা হয়?
উত্তর : রোগীর উপসর্গ দেখে আমরা প্রথম বিষয়টি চিন্তা করি। এখন এন্ডোস্কোপির মাধ্যমে এটি নির্ণয় করা যায়। এন্ডোস্কোপি করলে কয়েকগুণ বড় করে বিষয়টি দেখা যাবে। এখন নির্দিষ্টভাবে বলা যায়, আসলে ঠিক কোন অংশে তার আলসার হয়েছে। যদি আলসার থাকে, তাহলে সঠিক যে চিকিৎসা, সেটি করলে সে ভালো থাকবে।