কেন শরীর মাজুনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
গোসলের সময় শরীর ভালোভাবে পরিষ্কার করতে আমরা সাধারণত মাজুনি বা ঝামা ব্যবহার করি। দীর্ঘকাল ধরেই শরীর পরিষ্কার করতে এসবের ব্যবহার হয়ে আসছে। অনেকে মনে করেন প্রতিদিন এটির ব্যবহার ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। তবে সম্প্রতি গবেষকরা বলেন, শরীর মাজুনি ত্বকের জন্য ক্ষতিকর। এর ক্ষতির বিষয়গুলো জানলে আপনিও হয়তো কিছুটা মর্মাহত হবেন।
বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে মাজুনি ব্যবহারের ক্ষতিকর দিকগুলোর কথা।
• শরীর মাজুনির মধ্যে থাকে বেশি পরিমাণে মাইক্রোঅর্গানিজম। এটি শরীরের জন্য ক্ষতিকর। গবেষণায় বলা হয়, গা মাজুনিতে দুই ধরনের মাইক্রোঅর্গানিজম রয়েছে। এটি ছত্রাক ও সংক্রমণ তৈরি করে। এটি মুখে র্যাশও তৈরি করতে পারে।
• পি এরুগিনোসা নামে এক ধরনের প্রচলিত জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে শরীর মাজুনির মধ্যে। এই জীবাণু মাজুনির আর্দ্রতাকে ভালোবাসে। এটি ত্বকে সংক্রমণ ও প্রদাহ তৈরি করতে পারে।
• শরীরের কোনো অংশে সংক্রমণ হলে শরীর মাজুনির ব্যবহার এটিকে অন্য অংশেও ছড়িয়ে দিতে পারে। এমনকি আরেকজনের শরীরেও ছড়িয়ে দিতে পারে।
• এর ব্যবহার দেহে ফাংগাল ইনফেকশন তৈরি করতে পারে। শরীর মাজুনি সাধারণত আঁশ এবং প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি করা হয়। এটি স্পর্শকাতর ত্বকের জন্য ক্ষতিকর।
তাহলে কী করবেন?
• শরীর মাজুনি ব্যবহার করতে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু নিয়ম মানা জরুরি। শরীর মাজুনিকে সপ্তাহে অন্তত একদিন ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করুন। এটি ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে।
• বেশির ভাগ সময়ই একে স্যাঁতস্যাঁতে এবং অন্ধকার জায়গায় রাখা হয়। তাই এর মধ্যে এত জীবাণু বাসা বাঁধে। একে শুষ্ক জায়গায় রাখুন। শরীর মাজুনি ব্যবহারের পর একে ভালোভাবে পরিষ্কার করুন। রোদের আলোয় শুকান। এ ছাড়া প্রতি মাসে শরীর মাজুনি পরিবর্তন করুন।