ক্লান্তি কাটাতে দই-তরমুজ

অফিসের ডেস্কে বসে কি ক্লান্ত বা ঘুম ঘুম লাগে? শরীরে পুষ্টির অভাব এবং অস্বাস্থ্যকর জীবনযাপন এর কারণ। এ ছাড়া বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন ওজনাধিক্য, থাইরয়েডের সমস্যা, উদ্বেগ, বিষণ্ণতা ক্লান্তির আরো কিছু কারণ।
দ্রুত ক্লান্তি দূর করতে কিছু খাবার, বিশেষ করে দই ও তরমুজের জুড়ি নেই। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে ক্লান্তি দূর করার উপযোগী আরো কিছু খাবারের কথা। তবে ডায়াবেটিস ও কিডনির সমস্যার কারণে ক্লান্তিবোধ করলে খাবারগুলো খেতে পারবেন কি না, সেটি চিকিৎসকের পরামর্শ নিয়ে জেনে নিন।
তরমুজের বীজ
তরমুজের বীজের মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন ও ওমেগা-৩ ফ্যাটি এসিড। এই উপাদানগুলো দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। অবসন্নতার লক্ষণগুলোর সঙ্গে লড়াই করে।
ওয়ালনাট
খুব দ্রুত শক্তি বাড়ানোর জন্য ওয়ালনাট চমৎকার একটি খাবার। ওয়ালনাটের মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন ও ওমেগা ৩ ফ্যাটি এসিড। এগুলো ক্লান্তি কাটায়।
ওটমিল
ওটমিলে রয়েছে প্রোটিন, ম্যাঙ্গানিজ, ফসফরাস ও ভিটামিন বি-১। এটি শক্তির মাত্রাকে বাড়িয়ে দেয়। এতে রয়েছে ভালো মানের আঁশ ও কার্বোহাইড্রেট। এগুলো শরীরে শক্তি জোগায়।
দই
দইয়ের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ প্রোটিন ও কার্বোহাইড্রেট। এর মধ্যে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ক্লান্তির সঙ্গে ভালোভাবে লড়াই করে। দই শক্তি বাড়াতে উপকারী। এটি হজম প্রক্রিয়াকেও ভালো রাখে।
তরমুজ
তরমুজ শরীরে শক্তি বাড়াতে দ্রুত কাজ করে। এর মধ্যে রয়েছে পানি ও ইলেকট্রোলাইট। তরমুজ শরীরকে আর্দ্র রাখে। এটি খাওয়ার পর শরীরের ক্লান্তিভাব দূর হয়।