ঠাণ্ডা পানিতে গোসলের উপকারিতা
ঠাণ্ডা পানি দিয়ে গোসল গরম থেকে আপনাকে রেহাই দেয়। এ ছাড়া ঠাণ্ডা পানি দিয়ে গোসলের রয়েছে কিছু স্বাস্থ্যগত দিক। ঠাণ্ডা পানির গোসল ব্যস্ততম দিনের ক্লান্তি থেকে মনকে প্রশান্তি দেবে। এটি আপনার বিপাকীয় পদ্ধতির উন্নতি ঘটাবে, শরীরের ইউরিক এসিডকে নিয়ন্ত্রণ করবে। ঠাণ্ডা পানি দিয়ে গোসলের পুরোপুরি উপকারিতা পেতে বরফখণ্ড পানিতে মিশিয়ে গোসল করতে পারেন। ভারতীয় ওয়েবসাইট টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ঠাণ্ডা পানির গোসলের উপকারিতা।
পুরুষের উর্বরতা
অনেকেই হয়তো জানেন না, গরম পুরুষের শুক্রাণু নির্গত হওয়ার পরিমাণ কমিয়ে দেয়। যদি আপনি সন্তান নিতে চান, তাহলে যৌন মিলনের বিশেষ সময়টিতে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করুন।
টক্সিন কমিয়ে রক্ত সঞ্চালন বাড়ায়
মনোযোগ দিয়ে দেখবেন, যখন আপনি ঠাণ্ডা পানি শরীরে লাগান তখন রক্তনালিও আরাম বোধ করে। এটি রক্তঞ্চালন বাড়ায়, টিস্যুর মধ্যে রক্তে পৌঁছাতে সাহায্য করে। রক্তপ্রবাহ বাড়িয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আপনি কী শরীরের শ্বেত রক্তকণিকা বাড়াতে চান? তাহলে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করুন। এটি বিপাকীয় ক্ষমতা বাড়িয়ে দেহের তাপ বাড়ায়, এতে শ্বেত রক্ত কণিকা বাড়ে, ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
সর্বাঙ্গিক উপকারী
ঠাণ্ডা পানির গোসল ক্রনিক ব্যথা সারায়। চুল ভালো রাখে,কিডনির কার্যক্রম ভালো রাখে। শরীরের ফোলাভাব দূর করে। ত্বক ভালো রাখে। স্নায়ু পদ্ধতি নিয়ন্ত্রণে কাজ করে।
ক্লান্তি করে দূর
যখন আমরা ক্লান্ত থাকি তখন ঠাণ্ডা পানির গোসল অবসাদ কাটাতে সাহায্য করে। যদি ঘুম না আসে, তবে ঘুমানোর আগেও করতে পারেন ঠাণ্ডা পানি দিয়ে গোসল।
বিপাকীয় ক্ষমতা বাড়ায়
যখন আমরা ঠাণ্ডায় থাকি দেহে উত্তাপের জন্য সোয়েটারের প্রয়োজন হয়। তেমনি শরীর যখন ঠাণ্ডা হয় এর গরমের প্রয়োজন পড়ে। তখন শরীরে বিপাকীয় ক্ষমতা বাড়ে। ফলে দেহের কাবোর্হাইড্রেট এবং চর্বি পুড়তে শুরু করে। এভাবে ঠাণ্ডা পানি দিয়ে গোসলের কারণে দেহের বিপাকীয় ক্ষমতা বাড়ে।
তবে যাদের ঠাণ্ডার সমস্যা রয়েছে তাদের গোসলে ঠাণ্ডা পানি ব্যবহারের ব্যাপারে একটু চিন্তা করাই ভালো।