দাঁতক্ষয়ে হৃদরোগের ঝুঁকি?
দাঁতক্ষয় হৃদরোগের ঝুঁকি বাড়ায়-এমনটাই মনে করছেন একদল গবেষক। তাঁরা বলছেন, হৃদরোগ থেকে রক্ষা পেতে নিয়মিত দাঁতের যত্ন নিন। প্রচলিত মুখগহ্বরের সংক্রমণ, যা আমাদের মুখে ব্যাকটেরিয়ার কারণে হয়, এর সাথে হৃদযন্ত্রের রোগের যোগসূত্র রয়েছে। ট্রেন্ডস ইন এনডোক্রিনোলোজি অ্যান্ড মেটাবোলিজম জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়। ভারতীয় ওয়েবসাইট এনডিটিভিতে জানানো হয়েছে এই তথ্য।
প্রচলিত মুখগহ্বরের সংক্রমণের মধ্যে অন্যতম হলো দাঁতক্ষয় ও মাড়ির সমস্যা। যেমন : মাড়ি দিয়ে রক্ত পড়া এবং পেরিওডোনটাইটিস (এই রোগে দাঁত অনেক নাজুক হয়ে পড়ে এবং সমস্যাটি সহজে ভালো হয় না)। মাড়ি দিয়ে রক্ত পড়া এবং পেরিওডোনটাইটিস উভয়ই অনেক সময় প্রদাহজনিত সমস্যার কারণে হয়। দীর্ঘমেয়াদি প্রদাহজনিত সমস্যাগুলো ধীরে ধীরে দাঁতের সাহায্যকারী কাঠামোগুলোকে নষ্ট করে দেয়।
গবেষক থমাস ভ্যান ডাইক বলেন, ‘যাদের খুব বেশি দাঁতের রোগ রয়েছে, তাদের ভবিষ্যতে হৃদযন্ত্রের রোগ হওয়ার আশঙ্কা রয়েছে।
গবেষণায় বলা হয়, প্রদাহ একটি বড় ভূমিকা পালন করে পেরিওডোনটাইটিস এবং কার্ডিওভাসকুলার রোগে। গবেষণায় আরো বলা হয়, মুখের সংক্রমণ এবং হৃদরোগে যোগসূত্র রয়েছে। এ ছাড়া মুখের সংক্রমণ বিশেষ করে পেরিডোসটাইটিস এবং স্ট্রোক একসূত্রে গাঁথা। বিশেষ করে পুরুষ ও তরুণদের বেলায়।
গবেষকরা সতর্ক করে বলেছেন, কিছু কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধও বিশেষ ধরনের হদযন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। প্রদাহ রোধের বিকল্প পদ্ধতি হিসেবে ওষুধের ব্যবহারও সমস্যার কারণ হতে পারে। তাই মুখের সংক্রমণ এবং হৃদরোগের ক্ষেত্রে নতুন ধরনের ওষুধের প্রয়োজন আছে বলে মনে করছেন গবেষকরা।