কনুইয়ের ব্যথা প্রতিরোধে পরামর্শ
টেনিস এলবো বা কনুইয়ের ব্যথা অনেকেরই হয়ে থাকে। সাধারণত হাতে খেলা যাঁরা বেশি করেন বা হাতের কাজ যাঁরা বেশি করেন, তাঁদের এ সমস্যা হয়ে থাকে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৭৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. কৃষ্ণ প্রিয় দাস। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রতিরোধের জন্য কী পরামর্শ?
উত্তর : যেসব যন্ত্রপাতি নিয়ে কাজ করে বা ঘরে যেসব কাজ করে, এগুলো উপযুক্ত হওয়া উচিত। কারো যদি এলবো জয়েন্টের বাইরের দিকে ব্যথা হয়, তাহলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। প্রাথমিক অবস্থায় এর চিকিৎসা করা অনেক সহজ। তবে দীর্ঘমেয়াদি হয়ে গেলে এটি চিকিৎসা করা সমস্যা। সে ক্ষেত্রে সার্জারি লাগার আশঙ্কা বেশি থাকে।