দাঁতের আধুনিক চিকিৎসা আরসিটি

দাঁতের মজ্জায় যখন ক্ষত তৈরি হয়, তখন আর ফিলিং করা যায় না। তখন মজ্জায় ব্লাড ফ্লো বেড়ে যায়। এর ফলে দাঁতের ভেতর চাপ বেড়ে যায়। তখন প্রচণ্ড ব্যথা অনুভব হয়। আর তখনই দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয়। আজ ২ মে এনটিভির স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২০২৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন মার্কস ডেন্টাল কলেজ ও হাসপাতালের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. চৌধুরী মইন জান।
প্রশ্ন : আমাদের দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট আরসিটি কখন করার প্রয়োজন হয়?
উত্তর : আমাদের দেশে রুট ক্যানেল ট্রিটমেন্টের প্রচলন শুরু হয় আশির দশক থেকে। তার আগে দাঁতে কোনো সমস্যা হলে আমরা দাঁত ফেলে দিতাম। এরপর নকল দাঁত লাগিয়ে দিতাম। কিন্তু দাঁত ফেলে দিলে অনেক ধরনের সমস্যা হতে পারে। দাঁত ফেলে দেওয়ার কারণে অন্য দুটি দাঁতের মাঝে ফাঁকা হয়ে যায়। একটা খালি জায়গা তৈরি হয়। এর ফলে খাওয়ার পর ওই জায়গাটিতে খাবার জমে থাকবে। নিচের দাঁত ফেলে দিলে ওপরের দাঁতের চাপে মাড়ির জায়গাতে আরো ফাঁকা হয়ে যায়। যার ফলে ওই জায়গায় খাবারের কণা জমে অন্য দাঁতের ক্ষতি হয়।
একটি দাঁত তুলে ফেলার কারণে অন্য দাঁতেরও ক্ষতি হয়। কিন্তু আপনি যদি ওই দাঁতকে রুট ক্যানেল করতেন, তাহলে দাঁতটিকে রক্ষা করা যেত এবং ফাংশনও করা যেত। দাঁতের উপরিভাগের শক্ত আবরণকে এনামেল ডেন্টেন সিমেন্টাম বলে। আর নিচের অংশকে বলে সফট লিভিং টিস্যু। যাকে মজ্জাও বলা হয়। যদি কারো এনামেলে সমস্যা হয়, তখন আমরা ওই অংশটুকু ফেলে দিয়ে ফিলিং করে দিই। আবার ডেন্টেনেও সমস্যা হলে ফিলিং করা সম্ভব। কিন্তু যদি মজ্জায় সমস্যা হয়, তখন আর ফিলিং করা যায় না। তখন মজ্জায় ব্লাড ফ্লো বেড়ে যাবে। এর ফলে দাঁতের ভেতর চাপ বেড়ে যাবে। তখন প্রচণ্ড ব্যথা অনুভব হবে। এই ব্যথাটা শুধু দাঁতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। পুরো মুখ, মাথা সব জায়গায় ব্যথাটি ছড়িয়ে পড়বে। এমনকি গরম বা ঠান্ডা খাওয়ার পর ব্যথা হবে। শোয়ার পর ব্যথা বেশি হবে। তখন রুট ক্যানেল করতে হয়।urgentPhoto
প্রশ্ন : রুট ক্যানেল ট্রিটমেন্ট বিষয়টি কী এবং এই চিকিৎসা কীভাবে করা হয়?
উত্তর : দাঁতের যে ইনফেক্টেট পাল্প নষ্ট হয়ে যায়, তা ঠিক করাই হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট। আমরা সাধারণত এ ক্ষেত্রে একধরনের বার ব্যবহার করি। বার ব্যবহার করে আমরা ওই জায়গায় গর্ত করে ওখানে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে ক্লিনিং করি, শেইপিং করি। এরপর ইনফেক্টেট পাল্প তুলে ফেলি। ওইখানে আর্টিফিসিয়াল গাটা পার্চা ঢুকিয়ে দিয়ে ওই জায়গাটি বন্ধ করে দেই। এ ক্ষেত্রে যাঁরা এন্ডোডন্টিকস, তাঁদের কাছে যাওয়াই ভালো। কারণ দাঁতের মধ্যেও বিভিন্ন ভাগ থাকে। একেকজন একেক বিষয়ে স্পেশালিস্ট থাকে। এসব ক্ষেত্রে কোন দাঁতে সমস্যা হচ্ছে তা চিহ্নিত করে এন্ডো ডেন্টিস্টের কাছে যাওয়াই ভালো।
প্রশ্ন : রুট ক্যানেল ট্রিটমেন্টের পর যে রাবারি জিনিস বা গাটা পার্চা ব্যবহার করা হয়, সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত?
উত্তর : আজ থেকে ৪০ বা ৫০ বছর আগে কাঠের টুকরা ব্যবহার করা হতো রুট ক্যানেলের জন্য। এখন এই নিয়মে পরিবর্তন এসেছে। বর্তমানে শরীরের সাথে সামঞ্জস্য রেখে এই গাটা পার্চা তৈরি করা হয়, যা ক্ষয় হয় না এবং দাঁতের জন্য ক্ষতিকরও না। মূলত এর উদ্দেশ্য হলো দাঁতের গর্তটি ভরাট করা, যাতে দাঁতে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করতে না পারে।
প্রশ্ন : রুট ক্যানেল করার পর দাঁত ভেঙে যায়, এর কারণ কী?
উত্তর : রুট ক্যানেল করা দাঁতে নিউট্রিশন থাকে না। অনেক পাতলা হয়ে যায়। তখন শক্ত খাবার খেলে দাঁত ভেঙে যেতে পারে। তাই রুট ক্যানেলের পর দাঁতে ক্যাপ ব্যবহার করা ভালো। তাহলে দাঁতটি আগের মতো ফাংশন করতে পারেন। এটি সুরক্ষিত হবে এবং ব্যথার সমস্যাও থাকবে না।