বায়ু দূষণ দুর্বল করে ফুসফুসকে
গৃহস্থালির কারণে বায়ু দূষণ হতে পারে এবং এর কারণে এই দূষিত বায়ু আপনার ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। বায়ু দূষণ নিউমোনিয়া হওয়ার ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। সম্প্রতি একটি নতুন গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। গবেষকরা দেখেছেন, গৃহস্থালি বায়ু দূষণ (হাউজ হোল্ড এয়ার পলিউশন,এইচএপি) ফুসফুসে সংক্রমণ ঘটিয়ে এর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
যুক্তরাজ্যের আইন্ট্রি ইউনিভার্সিটি হাসপাতালের শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ জেমি রাইলেন্স বলেন, বিশেষ করে নিম্ন আয়ের দেশে নারী এবং শিশুরা এই সংক্রমণে বেশি আক্রান্ত হয়। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এই তথ্য।
জেমি রাইলেন্স আরো বলেন, সারা বিশ্বে তিন বিলিয়ন লোক ঘরের ভেতরে বিভিন্ন কারণে বায়ু দূষণ এবং ফ্লুতে আক্রান্ত হয়। রান্নার সময় তাপ এবং আলোর ফলে যে ধোঁয়া উৎপন্ন হয়, এটি থেকে বায়ু দূষণ হয়। যারা লাকড়ি বা কাঠ পুড়িয়ে রান্না করে তারা এই ধোঁয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়।
নিম্ন আয়ের দেশগুলোতে মৃত্যুর একটি বড় কারণ নিউমোনিয়া। বিষয়টি সবারই জানা তারপরও এর ব্যখ্যা এত দিন তেমনভাবে পাওয়া যায়নি। নতুন গবেষণাটিতে এর ব্যাখ্যা পাওয়া গেল।
দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে গবেষণাটি করা হয়। গবেষণায় গৃহস্থালির কারণে সৃষ্ট বায়ু দূষণে থাকে এমন ব্যক্তিদের পরীক্ষার মাধ্যমে ফুসফুসের বাতাস আসার পথ থেকে কোষের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়।
গবেষণার ফলাফলে দেখা যায়, এ ধরনের দূষণ দেহের এলভিওলার ম্যাকরোফেজ কোষের কার্যক্ষমতাকে নষ্ট করে দেয়। এলভিওলার ম্যাকরোফেজ হলো এক ধরনের কোষ যা সংক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়। নিঃশ্বাসের মাধ্যমে যে ব্যাকটেরিয়া প্রবেশ করে তা থেকে ফুসফুসকে রক্ষা করে। এই কোষ এক ধরনের টক্সিন তৈরি করে; যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে আসা বিভিন্ন ধরনের খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এই পদ্ধতিকে বলা হয়, অক্সিডেটিভ বিস্ফোরণ।
গবেষকরা বলেন, ঘরের ভেতরে এই বায়ু দূষণ ধীরে ধীরে এলভিওলার ম্যাকরোফেজ কার্যক্ষমতা নষ্ট করে দিয়ে ফুসফুসকে দুর্বল করে দেয়। যার ফলে বিভিন্ন রোগ জীবাণু ফুসফুসে আক্রমণ করে একে ক্ষতিগ্রস্ত করে। তাই ফুসফুসকে সুস্থ রাখতে এ ধরনের ধোঁয়া থেকে মানুষকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন গবেষকরা।
গবেষণাটি প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের রেসপিরেটোরি সেল অ্যান্ড মলিকুলার বায়োলোজি জার্নালে।