পুরুষেরও হতে পারে স্তন ক্যানসার
শুধুমাত্র নারীরই নয়, পুরুষেরও হতে পারে স্তনের ক্যানসার। যেসব পুরুষের দেহে উচ্চ পরিমাণ মেয়েলি হোরমোন ইসট্রোজেন রয়েছে তাদের স্তন ক্যানসারের ঝুঁকি রয়েছে। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণাটি প্রকাশিত হয় ক্লিনিক্যাল অনকোলোজি জার্নালে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এই তথ্য।
যুক্তরাষ্ট্রের ক্যানসার রিসার্চের গবেষক এবং গবেষণাটির প্রধান লেখক টিম কে বলেন,এই প্রথমবারের মতো আমরা দেখলাম পুরুষেরও নারীর মতো স্তন ক্যানসারের ঝুঁকি রয়েছে।এখানে নারীর মতোই ইসট্রোজেন হরমোন ক্যানসার হওয়ার পেছনে একটি বড় ভূমিকা পালন করে। যেসব পুরুষের এই হোরমোন বেশি রয়েছে তারা অনেক বেশি স্তন ক্যানসারের ঝুঁকিতে রয়েছে, যাদের এই হরমোন নেই তাদের তুলনায়।
টিম কে আরো বলেন, আমাদের এই আবিস্কার পুরুষের স্তন ক্যানসার কেন হয় এটি বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল। তবে কীভাবে পুরুষের এই অপ্রচলিত রোগটির জন্য ইসট্রোজেন হোরমোন দায়ী এবং কিছু কিছু পুরুষের রক্তে এই হোরমোনের পরিমাণ কেন বেশি থাকে এটি খুঁজে বের করা এখন বড় চ্যালেঞ্জ।
গবেষণাটি করা হয়, ১০১ জন পুরুষের মধ্যে, যাদের মধ্যে স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি রয়েছে। গবেষণার ফলাফলে দেখা যায়, পুরুষের ক্যানসার অনেকটা নারীর ক্যানসারের মতোই।আট থেকে ১০ ভাগ ক্ষেত্রে দেখা যায়,এটি ধরা পড়ে ৬০ বা এর বেশি বয়সের পুরুষদের ক্ষেত্রে।
আগের গবেষণাগুলোতে বুঝতে অসুবিধা হচ্ছিল কেন পুরুষদের স্তন ক্যানসার হয়। তবে নতুন এই গবেষণার ফলে এই ক্যানসারের চিকিৎসার পথ অনেকটা সহজ হবে বলে মতামত গবেষকদের।