বিএমইউতে এনাটমি অ্যাসেসমেন্ট কর্মশালা

ফাইল ছবি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বেটার ইমপ্লিমেন্টেশন অব ওর্যাল-প্রাকটিক্যাল অ্যাসেসমেন্ট ইন আন্ডারগ্রাজুয়েট এনাটমি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) বিএমইউর শহীদ ডা. মিলন হলে এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
এসময় কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
এতে উপস্থিত ছিলেন এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. শামীম আরা, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এএইচএম মোস্তফা কামাল প্রমুখ।