ত্বক উজ্জ্বল করুন ৯ উপায়ে
সারা দিনের ব্যস্ততা আর অযত্ন; ফলাফল কালচে ত্বক। একদিনে যেমন ত্বক কালো হয় না, তেমনি একদিনে উজ্জ্বল হওয়াও সম্ভব নয়। তাই নিয়মিত চাই ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্যা। বোল্ডস্কাই ওয়েবসাইটে ঘরোয়াভাবে ত্বকের পরিচর্যা করার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। জেনে নিন, কীভাবে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবেন—
১. ভিটামিন-ই ক্যাপসুল ও গোলাপজল
দুটি ভিটামিন-ই ক্যাপসুলের সঙ্গে এক চা চামচ গোলাপজল মিলিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট পর হালকা ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন।
২. ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশ ত্বক উজ্জ্বল করতে বেশ কার্যকর। নিয়মিত ডিমের সাদা অংশ পুরো মুখে মেখে কিছুক্ষণ রেখে দিন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, অল্প কিছুদিনের মধ্যে আপনার ত্বক উজ্জ্বল হবে।
৩. অ্যালোভেরার রস ও অলিভ অয়েল
এক টেবিল চামচ অ্যালোভেরার রসের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি নরম ও মসৃণ হবে।
৪. টক দই ও বেসন
এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক চা চামচ বেসন মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. শসার রস ও ওটমিল
প্রথমে মুখে গোলাপজল দিয়ে মুছে নিয়ে ওটমিল দিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। এবার পানি দিয়ে ধুয়ে শসার রস দিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে মুখে ময়েশ্চারাইজার লাগান।
৬. গ্লিসারিন, লেবুর রস ও গোলাপজল
এক টেবিল চামচ গ্লিসারিনের সঙ্গে এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ গোলাপজল মিশিয়ে ১০ মিনিট মুখে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৭. মিল্ক ক্রিম ও গোলাপজল
মিল্ক ক্রিম ও গোলাপজল দিয়ে তৈরি প্যাকটি ত্বকে সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ মিল্ক ক্রিমের সঙ্গে এক চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। পাঁচ মিনিট ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে দিন। এর পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৮. মধু ও লেবুর রস
স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য এই প্যাক বেশ কার্যকর। এটি ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যার সমাধান করে। আধা টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১৫ মিনিট রেখে দিন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৯. হলুদ গুঁড়া ও মিল্ক ক্রিম
আধা টেবিল চামচ মিল্ক ক্রিমের সঙ্গে সামান্য হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বক অনেক দ্রুত উজ্জ্বল হবে।