পূজার আয়োজন
পূজার খাবার লুচি ও আলুর দম
আসছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ সময় খাওয়া দাওয়ারও একটি ধুম পড়ে। আর পূজার খাবারে লুচি আর আলুর দম না থাকলে কি চলে? লুচি আর আলুর দম তৈরির সহজ রেসিপি জেনে নিন।
লুচি তৈরিতে যা প্রয়োজন
ময়দা – দুই কাপ
লবণ- পরিমাণমতো
ঘি (ময়ানের জন্য) এক চা চামচ
তেল- ভাজার জন্য পরিমাণমতো
পানি- পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে ময়দা চেলে নিন। এরপর ঘি হালকা গরম করে নিন। এই ঘি ময়দার সঙ্গে মেশান। এবার প্রয়োজনমতো লবণ ও পানি দিয়ে ভালো করে ময়দা ময়ান করুন। ময়দা মাখা হয়ে গেলে গোল গোল করে বেলে নিন। এরপর চুলায় প্যানে তেল গরম করে লুচিগুলো বাদামি করে ভেজে নিন।
আলুর দম তৈরিতে যা প্রয়োজন
আলু মাঝারি করে কাটা- দুই কাপ
আদা বাটা- এক চা চামচ
রসুন বাটা- এক চা চামচ
পেঁয়াজ বেরেস্তা –আধা কাপ
হলুদ গুঁড়া -আধা চা চামচ
মরিচ গুঁড়া -আধা চা চামচ
ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ
কাঁচামরিচ ফালি- পরিমাণমতো
পাঁচ ফোড়ন- এক চা চামচ
তেল –দুই টেবিল চামচ
ঘি - এক টেবিল চামচ
ধনেপাতা- পরিমাণমতো
লবণ- স্বাদমতো
পানি - পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে আলু আধা সেদ্ধ করে নিন। এর মধ্যে এক চিমটি হলুদ দিয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কড়াইতে তেল দিয়ে আদা ও রসুন বাটা দিয়ে একটু ভেজে হলুদ, মরিচ, ধনিয়া ও লবণ দিন। অল্প পানি দিয়ে ভালো করে কষান। কষানো হলে আলু দিয়ে আরো একটু পানি দিন। ফুটে উঠলে পেঁয়াজ বেরেস্তা ও জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। পানি টেনে আসলে ভালো করে নেড়ে আলুগুলো একটু ভাঙ্গা ভাঙ্গা করে দিন।
এবার আরেকটা প্যানে ঘি গরম করে তাতে পাঁচ ফোড়ন দিয়ে দিন এবং পুরো মিশ্রণটা আলুর মাঝে ঢেলে দিয়ে বাগাড় দিন। খেয়াল রাখবেন পাঁচ ফোড়ন যেন পুড়ে না যায়।
এবার পছন্দমতো সাজিয়ে গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করুন।

শিপ্রা দাস