পূজায় যেভাবে ত্বকের যত্ন নেবেন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/19/skin_care_2.jpg)
পূজার আর মাত্র অল্প কিছুদিন বাকি। সব জোগাড় যন্ত্র করতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলবেন না। পূজার সাজে সব কিছুর পাশাপাশি নিজেকেও আকর্ষণীয় দেখাতে হবে তো। যেহেতু খুব কম সময় বাকি আছে এখন হয়তো পার্লারে গিয়েও লাভ হবে না। তবে ঘরোয়াভাবে একটা প্রস্তুতি কিন্তু নেওয়াই যায়। চলুন জেনে নেওয়া যাক, কিভাবে শেষ সময়ে এসেও ত্বকের যত্ন নেওয়া যায়
টিপসসমূহ
— কাজ করতে করতে ত্বকের উজ্জ্বলতা কমে যায়। এজন্য গোলাপজল ও হলুদ গুঁড়া একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে, গলায়, হাতে ও পায়ে মেখে ১৫–২০ মিনিট রেখে শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এর ফলে ত্বক উজ্জল দেখাবে।
— অনেক সময় খেয়াল করা যায় আঙ্গুলের ভাজে কালো দাগ হয়ে আছে। এগুলো ঠিক করতে কাগজি লেবু ব্যবহার করুন। কালো জায়গাগুলোতে লেবু ঘষে ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
— চাইলে হলুদের বদলে চন্দন গুঁড়া ব্যবহার করতে পারেন। গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ত্বকে মাখুন। তারপর শুকিয়ে এলে ধুয়ে ফেলতে হবে। চন্দন ত্বককে মসৃণ করতে সাহায্য করে।
— ত্বক যদি রুক্ষ হয়ে থাকে। তবে ত্বকের সঙ্গে মানানসই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
— যাদের ত্বক অতিমাত্রায় রুক্ষ অথবা আবহাওয়া পরিবর্তনে ত্বক ফাটার সমস্যা রয়েছে। তারা অলিভ অয়েল মেখে দেখতে পারেন, উপকার পাবেন।
— তাছাড়া টমেটো ব্লেন্ড করে পেস্ট বানিয়ে মাখতে পারেন। এতে ত্বকে মিষ্টিভাব আসবে ও মোলায়েম হবে।