ঈদে প্রিয়জনকে দিন বিশেষ উপহার
আর কিছুদিন পরই ঈদুল ফিতর। এ সময় সবাই নিকটাত্মীয়দের সাথে দিনটি উদযাপন করে থাকে প্রায় সবাই। বিশেষ এই দিনটি বিভিন্নভাবে পালন করা হয়। বাড়ি সাজানো হয়। প্রিয়জনদের নানা জিনিস উপহার দেওয়া হয়। তাই এ দিনে কিছু বিশেষ উপহার দিয়ে চমকে দিন প্রিয়জনকে।
ফুল
ফুল যেকোনো উৎসবের জন্য শ্রেষ্ঠ উপহার। এ দিনে প্রিয়জনদের ফুল উপহার দিতে পারেন। তারা আপনার কাছে কতোটা গুরুত্বপূর্ণ তা তাদের জানিয়ে দিন।
গাছ
গাছ খুব মূল্যবান উপহার। গাছের যত্ন নিলে ফুল ও ফল দেবে। ঠিক তেমনি ভাবে সম্পর্কের যত্ন নিলেও সম্পর্কগুলো বেড়ে ওঠে। আপনার বন্ধুবান্ধব এবং পরিবারকে গাছ উপহার দিন। বিশেষ করে, ইনডোর গাছগুলো বেছে নিতে পারেন। এগুলো ঘর সাজাতে কাজে আসবে।
গহনা
পরিবারের মা, বোন বা নারী সদস্যদের গহনা উপহার দিতে পারেন। এতে তারা সবচেয়ে বেশি খুশি হবে। তারা যে ধরণের গহনা পছন্দ করে, তা জেনে নিন। সেই অনুযায়ী তাদের জন্য গহনা পছন্দ করে উপহার দিয়ে দিন।
রান্না করা খাবার
ঈদের দিনে সবার বাড়িতেই স্বুসাদু খাবার রান্না করা হয়। আত্নীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশীদের বাসায় রান্না করা খাবার পাঠিয়ে দিতে পারেন। এতে খুব সহজেই আপনি তাদের খুশি করতে পারবেন।
সূত্র- হিন্দুস্তান টাইমস