কোন মশলায় চুল পড়া কমবে?
অনেকেই চুল পড়ার জন্য রুক্ষ আবহাওয়াকে দায়ী করেন। একইসঙ্গে কেউ আবার দাবি করতে পারেন, গরমকালে মাথা ঘামলেও চুল পড়ে। নারীদের আবার মাসিক হওয়ার আগে-পরেও চুল ঝরার পরিমাণ বেড়ে যায়। সুতরাং কারণ যা-ই হোক না কেন, চুল পড়া বন্ধ করাই আসল লক্ষ্য। তবে রূপবিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে এমন কিছু জিনিস রয়েছে, যা চুল পড়া রোধ করতে সাহায্য করতে পারে।
রান্নাঘরে এমন কী কী থাকে?
মেথি
চুল ঝরা রুখতে মেথির ব্যবহার নতুন নয়। নারকেল তেলে মেথিদানা ফুটিয়ে মাথায় মালিশ করলে মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ে। এ ছাড়া প্রোটিন এবং নিকোটিনিক এসিডে ভরপুর মেথি। এই সব উপাদান চুল পড়া রোধ করতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে।
কালোজিরা
মাথার ত্বকের প্রদাহজনিত সমস্যা নিরাময় করে কালোজিরা। মাছের ঝোলে কালোজিরা তো দিতেই হয়। নারকেল তেলের সঙ্গে কালোজিরা ফুটিয়ে মাথায় মাখলে চুল ঝরা বন্ধ করা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, অকালপক্বতা রোধ করতেও এই মশলাটির যথেষ্ট ভূমিকা রয়েছে।
তিসি
সকালে ঘুম থেকে উঠে তিসি ভেজানো পানি খান অনেকেই। ওই তিসি বীজে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে এবং স্বাভাবিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে এই উপাদানটি। কোলাজেন উৎপাদনে উদ্দীপক হিসেবে কাজ করে এই বীজটি। যা নতুন চুল গজানোর পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করে। নারকেল তেল বা অলিভ অয়েলেও তিসি ফুটিয়ে মাখা যায়।