দীর্ঘদিন ওষুধ খেয়েও প্রস্রাবের জ্বালাপোড়া কমছে না?
অনেকেই প্রস্রাবের জ্বালাপোড়ায় ভুগছেন। অনেকে যেটি করেন, দীর্ঘ সময় ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আবার একটি নির্দিষ্ট সময়ের জন্য অ্যান্টিবায়োটিক গ্যাপ দিচ্ছেন। পুনরায় অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে নতুন কোনও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। এর পরেও প্রস্রাবের জ্বালাপোড়া কমছে না। কী করণীয়, তা আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক আয়োজন ডাক্তার আছেন আপনার পাশে-র একটি পর্বে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান কল্লোল ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালে ইউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আজফার উদ্দীন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেয়েও প্রস্রাবের জ্বালাপোড়া কমছে না, এ প্রসঙ্গে অধ্যাপক ডা. আজফার উদ্দীন শেখ বলেন, প্রথমে জানতে হবে যে প্রস্রাবে যে জ্বালাপোড়া, সেটা দুটো কারণে হতে পারে। ইনফেকশনের জন্য হতে পারে, ইনফেকশন ছাড়াও হতে পারে। ইনফেকশন হলে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, প্রপার অ্যান্টিবায়োটিক, তাহলে কিউর হবে। কিন্তু যদি ইনফেকশন না থাকে, তাহলে যতই অ্যান্টিবায়োটিক খাওয়ান, এটা কিউর হবে না। সেজন্য প্রথমে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আমরা কিছু নিয়ম ফলো করতে বলি।
ডা. আজফার উদ্দীন শেখ আরও বলেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে ইউরিন কালেক্ট করে এটা টেস্টে পাঠাতে হবে, টোটালি কালচার করতে পাঠাতে হবে। কালচারে গ্রোথ এলে পরে অ্যান্টিবায়োটিকের সেনসিভিটি অনুযায়ী চেঞ্জ করে দিতে হবে। যদি কোনও ইনফেকশন না থাকে... যেমন অনেক কারণ আছে যেগুলো ইনফেকশন থাকে না, সেখানে জ্বালাপোড়া করে। সে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনও ভূমিকা নেই।
প্রস্রাবের জ্বালাপোড়া ও গোড়ালিতে ব্যথা কেন হয় এবং প্রতিকার কী, এসবের বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।