হাঁটার সময় গোড়ালিতে ব্যথার কারণ কী
আমরা যেটা দেখি, অনেকে হাঁটতে বা চলার সময় পায়ে ব্যথা অনুভূত হয়। অনেকেই যেটি বলে থাকেন, তাঁদের দীর্ঘদিন ধরে গোড়ালিতে ব্যথা হচ্ছে। এই ব্যথা মূলত কী কী কারণে হয়ে থাকে। আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে জানব।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক আয়োজন ডাক্তার আছেন আপনার পাশে-র একটি পর্বে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান কল্লোল ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালে ইউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আজফার উদ্দীন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মো. মিজানুর রহমান কল্লোল বলেন, পায়ের গোড়ালির ব্যথা অনেক কারণে হয়ে থাকে। এটা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকেরই হয়ে থাকে। বিশেষ করে গোড়ালি যারা বেশি ব্যবহার করে, এই যে প্লেয়াররা আছে, যাঁরা খেলাধুলা করে থাকেন, তাঁদের বেশি ব্যবহৃত হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আর্থ্রাইটিস হয়, বাতের সমস্যা, তাদের এটা হয়। আবার যাঁদের অতিরিক্ত ওজন, তাঁদের গোড়ালির ব্যথা বেশি হয়।
ডা. মো. মিজানুর রহমান কল্লোল আরও বলেন, আমাদের পায়ের গঠনের ওপর অনেক কিছু নির্ভর করে। ওটাতে কিছু অস্বাভাবিকতা থাকলে পায়ে ব্যথা হয়। আবার পায়ের গোড়ালিতে অনেক সময়, আমরা সাধারণত বাংলায় বলি হাড্ডি গজায়, আধা ইঞ্চির মতো গজায়, ওখানে ক্যালসিয়াম ডিপোজিট হয়, ক্যালসিয়াম জমা হতে হতে... সে কারণেও পায়ের ব্যথা হয়। তার পর ওখানে প্লান্টার ফাসাইটিস, যেটা হয় আসলে, ওখানে হাড্ডির মতো গজায়, যেটা পায়ের নিচে একটা পর্দার মতো থাকে, ওই জিনিসটা ইরিটেট করে, অনেক সময় খোঁচা লেগে লেগে জিনিসটা একটা ইনফ্ল্যামেশনের মতো হয়, প্রদাহ সৃষ্টি করে। এ ধরনের বিভিন্ন কারণ রয়েছে।
প্রস্রাবের জ্বালাপোড়া ও গোড়ালিতে ব্যথা কেন হয় এবং প্রতিকার কী, এসবের বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।