আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৫০ : বিবিসি
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি এবং ১৫০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের স্থানীয় একজন কর্মকর্তা। সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বহু ঘরবাড়ি, সড়ক ও ভবন ধ্বসে পড়েছে। আহত মানুষজনকে স্ট্রেচারে করে নিতে দেখা যায়।
আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব দিকের খোস্ত শহর থেকে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির ব্যপ্তি ছিল ৪৪ কিলোমিটার।
এ ভূমিকম্পের ফলে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানায় ইউরোপিয়ান মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূকম্পন অনুভূত হয়।