গ্রিসে নৌকাডুবিতে নিখোঁজ ২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
গ্রিসে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ২৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। আজ বুধবার এজিয়ান সাগর থেকে তাঁদের উদ্ধার করা হয়। এরপরও ডজনখানেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, উদ্ধার এক অভিবাসনপ্রত্যাশীর বরাতে কোস্টগার্ডের মুখপাত্র বলেছেন, তাঁদের নৌকা তুরস্কের আনাতালিয়া থেকে ছাড়া হয়। এটি ৬০ থেকে ৮০ জনকে নিয়ে ইতালির দিকে যাচ্ছিল।
মুখপাত্র নিকোস কোক্কালাস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, এটি দক্ষিণ এজিয়ানের কার্পাথোস দ্বীপে উল্টে গিয়ে ডুবে গেছে। প্রবল বাতাসের মধ্যে ভোরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে অপর এক কোস্টগার্ড কর্মকর্তা জানান, উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীরা আফগান, ইরানি, ইরাকি ও অন্যান্য দেশের অধিবাসী।
গ্রীস ২০১৫ এবং ২০১৬ সালে ইউরোপীয় অভিবাসন সংকটের প্রথম সারিতে ছিল, যখন সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধ এবং দারিদ্র্য থেকে পালিয়ে আসা এক মিলিয়ন শরণার্থী প্রধানত তুরস্ক হয়ে দেশে এসেছিল।