ইকুয়েডরের ১৪ প্রদেশে জরুরি অবস্থা জারি
শক্তিশালী ভূমিকম্প ও টানা বৃষ্টিপাতের জেরে বিধ্বস্ত দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। এর জেরে ক্ষতিগ্রস্ত ১৪ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো। দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে আজ মঙ্গলবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
এর আগে গত শনিবার ইকুয়েডরে ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৪ জন মারা যায়। আহত হয় শতাধিক। ক্ষতিগ্রস্ত হয় অনেক ভবন। এরপরেই টানা ভারী বর্ষণে দেশটি ফের ক্ষতির মুখে পড়ে। এই প্রাকৃতিক দুর্যোগে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ২১ জন।
এদিকে, টানা দুটি প্রাকৃতিক দুর্যোগের পর সোমবার রাতে ১৪ প্রদেশে ইকুয়েডর প্রেসিডেন্ট লাসো জরুরি অবস্থা ঘোষণা করেন, যা ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে। এমনকি অবকাঠামোগত মেরামত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার কথাও জানান প্রেসিডেন্ট।
ইকুয়েডর সরকার এক বিবৃতিতে জানায়, প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে সহায়তা করা হবে। এমনকি ঘরহারা পরিবারগুলোকে তিন মাসের বোনাস দেওয়া হবে। এ ছাড়া সামাজিক আবাসন নির্মাণ করা হবে।