কেরালায় বিজয়ী কংগ্রেসনেতা রাহুল গান্ধী
ভারতের লোকসভা নির্বাচনে কেরালার আসন থেকে বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের এই নেতা পেয়েছেন ছয় লাখ ৪৭ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী কমিউনিস্ট পার্টির অ্যানি রাজা পেয়েছেন দুই লাখ ৮৩ হাজার ২৩ ভোট। এ ছাড়া বিজেপি থেকে কে. সুরেন্দ্রান পেয়েছেন এক লাখ ৪১ হাজার ৪৫ ভোট।
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে সাত দফার বিশাল নির্বাচনি যজ্ঞ শুরু হয় গত ১৯ এপ্রিল। টানা দেড় মাস পর গত শনিবার (১ জুন) শেষ হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রয়েছে এই জোট।
আজ সন্ধ্যা ৬টায় জানানো হয়, ভারতের মোট ৫৪৩ আসনের মধ্যে এনডিএ (বিজেপি) ২৯৪, ইন্ডিয়া (কংগ্রেস) ২৩১ এবং অন্যান্য দল ১৯ আসনে এগিয়ে আছে।