পবিত্র জিলহজ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আরব আমিরাত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/07/ue_thum.jpg)
পবিত্র জিলহজ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আরব আমিরাত। ছবি : আইএসি
১৪৪৫ হিজরির পবিত্র জিলহজ মাসের অর্ধ চন্দ্রের ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। শুক্রবার (৭ জুন) গ্রিনিচ সময় অনুযায়ী সকাল ৬টায় আমিরাতের আবুধাবির জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে চাঁদটির ছবিটি তোলা হয়েছে। চাঁদটি সূর্য থেকে প্রায় ১১ ডিগ্রি দূরে ছিল। খবর গালফ নিউজের।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/07/ue_in.jpg)
এদিকে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে জানায় দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল সৌদির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে চাঁদ ওঠার মাধ্যমে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ফলে ওসব দেশে ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।