সামরিক উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের ভারতে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
সামরিক উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এটি ট্রাম্প প্রশাসনের সামরিক উড়োজাহাজের মাধ্যমে অভিবাসী ফেরত পাঠানোর সবচেয়ে দূরবর্তী গন্তব্য। খবর রয়টার্সের।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে সামরিক বাহিনীর ভূমিকা বাড়াচ্ছেন। এর অংশ হিসেবে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন, সামরিক উড়োজাহাজে অভিবাসীদের বহিষ্কার ও সামরিক ঘাঁটিতে তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানান, একটি সি-১৭ সামরিক উড়োজাহাজ অবৈধ অভিবাসীদের নিয়ে ভারতে রওনা দিয়েছে। তবে বিমানটি ২৪ ঘণ্টার আগে ভারতে পৌঁছাবে না বলে তিনি জানান।
পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে আটক পাঁচ হাজার অভিবাসীকে বহিষ্কারের জন্য সামরিক উড়োজাহাজ সরবরাহ করা হয়েছে।
এ পর্যন্ত গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসে সামরিক উড়োজাহাজে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।
সামরিক উড়োজাহাজে অভিবাসীদের ফেরত পাঠানো অত্যন্ত ব্যয়বহুল। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় পাঠানো একটি সামরিক উড়োজাহাজে প্রতিজন অভিবাসীর বহিষ্কারে অন্তত চার হাজার ৬৭৫ ডলার ব্যয় হয়েছে।