কানাডা-মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প
কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটির কাছ থেকে সীমান্ত সুরক্ষা বৃদ্ধি ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পাওয়ার পর গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এক মাসের জন্য শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হওয়ার কথা ছিল।
কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের দুই প্রধান বাণিজ্যিক অংশীদার। শুল্ক আরোপের পরিকল্পনার ফলে উভয় দেশের পক্ষ থেকেই প্রতিবাদ ও পাল্টা শুল্ক প্রয়োগের হুমকি জানানোর কথা জানা গিয়েছিল। তবে এখন কানাডা ‘ফেন্টানাইল জার’ নিয়োগ করবে এবং মেক্সিকো সীমান্তে ১০ হাজার সৈন্য মোতায়েন করবে বলে জানা গেছে।
এ ছাড়া ট্রাম্প আগে সতর্ক করে দিয়েছিলেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে শুল্ক আরোপ করতে পারেন। তবে যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি সম্পন্নের আশাবাদ প্রকাশ করেছেন, যা বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।