জরায়ুমুখের টিউমার কেন হয়?
জরায়ুর টিউমার হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে কিছু ঝুঁকির বিষয় রয়েছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. নাজলিমা নারগিস। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জরায়ুমুখের টিউমার কেন হচ্ছে?
উত্তর : যদি বলা হয় যে প্রধান কারণ কী—সেই হিসেবে বলতে গেলে বলা যায় যে আসলে জরায়ু টিউমারের এখন পর্যন্ত নির্দিষ্ট কারণটি জানা যায়নি। তবে কিছু কিছু কারণ এর সঙ্গে জড়িত।
যেমন এই টিউমারটি কাদের বেশি হয়? যাদের বাচ্চা কাচ্চা হয়নি বা বাচ্চা কম, তাদের ক্ষেত্রে এই টিউমার বেশি দেখা যায়। যথাযথ সময়ে বাচ্চা গ্রহণ করা জরায়ুর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যতগুলো গবেষণা এসেছে, দেখা গেছে যে যাঁদের বাচ্চা হয়নি বা কম বাচ্চা, তাঁদের এই টিউমার বেশি দেখা যায়।