স্কেলিং করলে কি দাঁত আলগা হয়ে যায়?
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/06/photo-1502013374.jpg)
দাঁতের প্লাক দূর করার এক ধরনের চিকিৎসা পদ্ধতি হলো স্কেলিং। স্কেলিং করলে দাঁত আলগা হয়ে যায়—এমন একটি ধারণা অনেকের মধ্যে প্রচলিত রয়েছে। আসলে বিষয়টি কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮১৪তম পর্বে কথা বলেছেন ডা. মো. সাইফুল আজম রনজু। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্কেলিং করলে কি দাঁত আলগা হয়ে যায়?
উত্তর : এটা আসলে তাদের একটি ভুল ধারণা। কারণ, স্কেলিং করার পর যে পাথরটা জমা থাকে, সেটি চলে যায়। খুব বেশি যদি পাথর জমা থাকে তাদের কাছে স্কেলিং করলে মনে হয় দাঁত ও মাড়ি অনেক ফাঁকা হয়ে যাচ্ছে। মনে হওয়াটাই স্বাভাবিক। এত দিনে তো অনেক বেশি ক্যালকুলাস জমা হয়ে গেছে, এর জন্য দাঁতগুলো ফাঁকা ফাঁকা হয়। তবে সেটি যদি ওইভাবেই রেখে দেয়, সে যদি কখনোই স্কেলিং না করে, আস্তে আস্তে ওই মাড়িটা হাড় বা দাঁত থেকে আলাদা হয়ে যায়। আস্তে আস্তে মাড়ি ক্ষয়, মাড়ি ক্ষয় থেকে হাড় ক্ষয় হয়। এটি হলে দাঁতগুলো নড়ে যায়। তখন তার দাঁতগুলো ফেলে দিতে হয়। তবে সে যদি আগে থেকে সাবধান হয় এবং নিয়মিত স্কেলিং করে, দাঁতগুলো হাড়ের সঙ্গে মজবুতভাবে আটকে থাকে। আর স্কেলিং-পরবর্তী সময়ের আলগা ভাবটা পরবর্তীকালে মাড়ি দিয়ে পূর্ণ হয়ে যায়।