দাঁতের চিকিৎসায় ফিলিং কখন করা হয়?
দাঁতক্ষয় একটি অস্বস্তিকর রোগ। দাঁত শিরশির করা, দাঁতে ব্যথা অনুভূত হওয়া ইত্যাদি সমস্যা হয় এই সময়। সাধারণত দাঁত ক্ষয়ের চিকিৎসায় ফিলিং করা হয়। তবে ক্ষয়ের কোন সময়টাতে আসলে ফিলিং করা যায়?
এ প্রসঙ্গে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৩তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন। বর্তমানে তিনি রতন’স ডেন্টালের প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : রোগীদের কখন ফিলিং করতে বলেন?
উত্তর : তখনই ফিলিং করার পরামর্শ দিই যখন ব্যথা হয় না। আর যখন ব্যথা হয় তখন রোগী এসে বলেন, আমাকে ফিলিং করে দেন। রোগীরা কিন্তু এখন অনেক সচেতন হয়েছে। এসে বলে দেয় আমার ফিলিং লাগবে। তবে শেষ পর্যন্ত তাকে ফিলিং দেয়া যাবে কি না সেটা চিকিৎসক বুঝবে। কারণ, একবার ব্যথা উঠলে ফিলিং দেয়া যাবে কি না সেটা দেখতে হবে। তখন তাকে অন্য চিকিৎসায় যেতে হবে। শিরশির পর্যন্ত তাকে ফিলিং দেওয়া যায়। যতক্ষণ শিরশির থাকে তখন ফিলিং করা যায়। তবে যখন ব্যথা হয়, তখন অন্য চিকিৎসায় যেতে হবে।