অতিরিক্ত মোবাইল ব্যবহারে কি মাথাব্যথা হয়?
মোবাইল ফোন প্রযুক্তির একটি অনন্য আবিষ্কার। তবে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কিছু ঝুঁকি কিন্তু রয়েছে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে মাথাব্যথার সমস্যা তৈরি হতে পারে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৪তম পর্বে কথা বলেছেন ডা. মাহমুদুল ইসলাম। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইদানীং আমরা মোবাইল ব্যবহার করি অনেক বেশি। এই বিষয়গুলোও কি মাথাব্যথার কারণের সঙ্গে যুক্ত?
উত্তর : খুবই সরাসরি যুক্ত। মাথাব্যথার ১০ থেকে ১৫ ভাগ মাইগ্রেনের কারণে হয়। দুই ধরনের মাইগ্রেন হয়। ওইথ ওরা, ওইদাউট ওরা। অনেক বেশি সময় ধরে কম্পিউটার দেখা বা স্ক্রিন দেখা বা মোবাইলে কাজ করা এগুলো মাইগ্রেন অ্যাটাক বাড়িয়ে দিতে পারে। মাইগ্রেন অ্যাটাক বা ব্যথাটা তৈরি করতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি এই অভ্যাস এড়িয়ে যেতে হবে। এই জন্য আমরা পরামর্শ দিই ঘণ্টার পর ঘণ্টা মোবাইল বা কম্পিউটারে কাজ না করে সুনির্দিষ্ট সময়ের পর বিশ্রাম নিতে। এর প্রয়োজন রয়েছে।