হাতের বাড়তি আঙ্গুল কি সৌভাগ্য আনে?
হাতে বাড়তি আঙ্গুল একটি জন্মগত ত্রুটি। তবে অনেকের ধারণা এতে সৌভাগ্য আসে। কথাটি কি সঠিক?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৬৮তম পর্বে কথা বলেছেন ডা. মহিউদ্দীন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে হ্যান্ড অ্যান্ড মাইক্রোসার্জারি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকে বাড়তি আঙ্গুল থাকলে সার্জারি করতে চা্ন না বা মনে করেন এর সঙ্গে সৌভাগ্য জড়িত। এর ভিত্তি কতখা্নি?
উত্তর : অবশ্যই, এ ধরনের কথা আমরা শুনতে পাই। আমরা যখন রোগীকে পরামর্শ দেই, তখন তারা এই ধরনের বিষয়ই বলে। বিশেষ করে মুরব্বিরা এই ধরনের কথা বলে। এসব ক্ষেত্রে আসলে বিশ্বাসই কাজ করে। এর পেছনে কোনো ভিত্তি নেই। অনেকেই তো এ ধরনের সার্জারি করে। তবে এ ধরনের সার্জারি হলে দুর্ভাগ্য এসেছে এমন তো নয়। তাই এ ধরনের সমস্যায় কুসংস্কারে না ভুগে সার্জারি করুন।