ইনহেলার কি ভুলভাবে ব্যবহার করছেন?
ইনহেলার ব্যবহারের পর অনেকে অভিযোগ করেন, শ্বাসকষ্ট কমছে না বা ইনহেলারে কাজ হচ্ছে না। এর কারণ কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৯তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ তৌফিক হাসান। বর্তমানে তিনি টাঙ্গাইল বক্ষব্যাধি ক্লিনিকের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইনহেলার ব্যবহারের পরও শ্বাসকষ্ট কমছে না। এ রকম অভিযোগ কি পান? কেন এটি হয়?
উত্তর : হ্যাঁ, এমন অভিযোগ পাই। আমার কাছে এ রকম অনেক রোগীই আসে, যারা বলে আমি দীর্ঘদিন ধরে ইনহেলার ব্যবহার করছি। তবে আমার তো শ্বাসকষ্ট ভালো হচ্ছে না। তখন আমি প্রথমেই তাকে বলি সঙ্গে কি আপনি ইনহেলার এনেছেন? অনেকেই আনে না। তখন একটি ইনহেলার ধরিয়ে যদি আমি তাকে ব্যবহার করতে বলি, দেখা যায় সে ভুলভাবে জিনিসটি ব্যবহার করছে।
ইনহেলার নিতে হবে শ্বাস-প্রশ্বাসের ছন্দ অনুযায়ী। শ্বাস নিয়ে শ্বাস ধরে রেখে ছাড়তে হয়। এটি গিলে ফেলার জিনিস নয়। এটা শ্বাসের সঙ্গে নেওয়ার জিনিস। শ্বাসকে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে নিচ পর্যন্ত নিতে হবে। গভীর শ্বাস নিতে হয়। দেখা যায়, রোগী গভীর শ্বাস নিচ্ছে, এতে এটি কার্যকর হচ্ছে না। মুখের মধ্যে ইনহেলারটা দাঁত দিয়ে হালকা করে চাপ দিয়ে রাখার যে বিষয়, সেটিও অনেকে পারে না। সে এটি চাপ দিয়েই সরিয়ে নেয়। আমার মনে হয়, প্রতিটি ইনহেলারের সঙ্গে একটি নির্দেশিকা থাকে, সেটি কীভাবে ব্যবহার করতে হয়। এটি ব্যবহারের পর কুলি করতে হয়। এসব জিনিস ভালোমতো দেখে যদি না বোঝে, তাহলে চিকিৎসকের কাছ থেকে শিখে নেওয়া উচিত। কেউ কেউ দেখা যায় সবকিছু শিখিয়ে দেওয়ার পরও পারছেই না। সেই ক্ষেত্রে নতুন কিছু ভালো ভালো স্পেসার এসেছে। কিছু কিছু স্পেসারের সঙ্গে ফেস মাস্ক লাগানো থাকে। তাহলে দেখা যায়, রোগী কিছুদিন পর খুশি হয়ে এসে বলে, ‘ডাক্তার সাহেব আমি তো ভালো হয়ে গেলাম।’ এ জন্য রোগীর অবশ্যই ব্যবহারটি শিখতে হবে।