ডায়াবেটিসের ঝুঁকিতে কারা রয়েছেন?
ডায়াবেটিস একটি প্রচলিত রোগ। স্থূলতা, ব্যায়াম না করা, খাওয়া-দাওয়ার অনিয়ম ইত্যাদি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া আরো বিষয় ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০১তম পর্বে কথা বলেছেন ডা. মো. জাহাঙ্গীর তালুকদার। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে কারা রয়েছেন?
উত্তর : একে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। রুটিন টেস্টে দেখা গেল ব্লাড সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তবে তার কোনো লক্ষণ নেই, সে স্থূল, তার পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, সে স্বাভাবিক ব্যায়াম করছে না, খাওয়া-দাওয়ায় কোনো সীমা করছে না—এ ধরনের লোককে আমরা বলব, তারা ঝুঁকিতে রয়েছে। তার ওজন যদি আদর্শ ওজনের তুলনায় বেশি হয়, পরিবারে যদি মা-বাবা দুজনেরই ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে ঝুঁকিটা বেড়ে যায়। বিশেষ করে মায়ের ডায়াবেটিস থাকলে ছেলেমেয়েদের ঝুঁকি বাড়ে।