বয়ঃসন্ধিকালে ব্রণের সমস্যা কেন হয়?
ব্রণ সব বয়সেই হতে পারে। তবে বয়ঃসন্ধিকালে ব্রণের সমস্যা বেশি হয়। এর কারণ কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৪১তম পর্বে কথা বলেছেন ডা. মেহরান হোসেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, সিটি হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বয়ঃসন্ধিকালে ব্রণের সমস্যা কেন হয়?
উত্তর : বয়ঃসন্ধিকালে আসলে ব্রণ হয়ে থাকে। এটা কিছুটা হরমোনের কারণে হয়। এ সময় একনি ইনফ্লামেটোরি মেডিয়েটরগুলো বেশি বের হয় আমাদের ত্বকের গ্রন্থিগুলো থেকে। মুখ পরিষ্কার না রাখা বা পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়মগুলো যখন মেনে চলে না, তখন সেবাসিয়াস গ্রন্থিগুলো ব্লক হয়ে ব্রণগুলো হয়।
প্রশ্ন : আপনাদের কাছে কোন ধরনের সমস্যা নিয়ে আসে?
উত্তর : প্রধানত, ‘আমার মুখে ব্রণ বা দেখতে ভালো লাগছে না’—এ ধরনের সমস্যা নিয়ে আসে। কিছু কিছু জটিল ধরনের ব্রণ রয়েছে, যেগুলো ব্যথা করে। এগুলো থেকে অনেক সময় পুজ বের হয় বা এগুলো হয়তো চুলকায়। এ ধরনের অভিযোগ নিয়ে আসে।