‘মাদকাসক্তি নিরাময়ে অন্তত তিন বছর চিকিৎসা প্রয়োজন’
অনেক সময় মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করানোর পর আবার আসক্ত হয়ে পড়ে। এই ক্ষেত্রে করণীয় কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৬তম পর্বে কথা বলেছেন অধ্যাপক সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিদ্যা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেক সময় চিকিৎসা করার পর আবারও মাদকে জড়িয়ে পড়ে। ওই জায়গায় করণীয় কী?
উত্তর : চিকিৎসা মানে কিন্তু কেবল এক মাস হাসপাতালে থাক, দুই মাস হাসপাতালে থাক, সেটি নয়। এটা চিকিৎসার একটি অংশ। কোনো কোনো গবেষণা বলে তিন বছর পর্যন্ত একটিভ চিকিৎসার মধ্যে থাকতে হবে। একেবারে নিয়মিত যাওয়া আসা করতে হবে। তার মোটিভেশনটা পারিবারিকভাবে ওখানে নিয়ে আসতে হবে।
আমাদের দেশে সেভাবে রিহেবিলেশন সেন্টারটা খুব কম রয়েছে। নেই বলা যাবে না। রিহেবিলেশন (পুনর্বাসন) মানে হলো ওই লোকটির ফাংশনাল যে ক্যাপাসিটি বা কাজ করার যে ক্ষমতা সেটি বেশিরভাগটাই ব্যবহার করা। একজন মানুষের ফাংশনাল ক্যাপাসিটি যদি বেশিরভাগটা ব্যবহার করা যায়, তখনই আমরা ফাংশনাল ক্যাপাসিটি বলব।
এটি একটি বিপজ্জনক জিনিস। তাকে তার পরিবারের সবাইকে খেয়াল রাখতে হবে সে যেন আবার জড়িয়ে না পড়ে। মাদক যেহেতু রয়েছে আমাকে সাবধান থাকতে হবে। এটি সাপের মতো।