রানওয়েতে অতি চিকন মডেল নয়
ফ্রান্সে অতি চিকন মডেলদের যুগ শেষ হতে যাচ্ছে। ক্ষীণকায় মডেলদের ক্যাটওয়াক নিষিদ্ধে একটি আইনের পক্ষে দেশটির আইনপ্রণেতারা ভোট দিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, উচ্চতা অনুযায়ী নির্ধারিত ওজনের (বিএমআই) নিচে হলে মডেল হিসেবে যোগ্যতা হারাবে- এ ধরনের সংশোধনী এনে একটি আইনের পক্ষে স্থানীয় সময় শুক্রবার ফ্রান্সের জাতীয় পরিষদের বেশির ভাগ সদস্য ভোট দিয়েছেন। এই আইন অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান কম ওজনের মডেলদের নিয়ে কাজ করবে তাদের ৭৫ হাজার ইউরো ( ৮২ হাজার ৪৬০ ডলার) এবং ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের আইপ্রণেতা ও চিকিৎসক ওলিভিয়ার ভেরান এ ধারণাটি সামনে আনেন। তিনি বলেন, ক্ষুধামান্দ্য প্রতিরোধে এ বিল আনা হয়েছে।
ভেরান ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘এই আইনটি করা হচ্ছে মডেলদের সুরক্ষায়। যারা অতি চিকন হচ্ছে, তারা বিপদে আছে।’ তিনি বলেন, ‘এটি (আইন) কিশোর-কিশোরীদেরও সুরক্ষা দেবে। এসব তথাকথিত আদর্শ সুন্দরের উপকরণ খাদ্যাভ্যাসে নৈরাজ্য তৈরি করে।’
চিকিৎসকরা বলেন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওজন ও উচ্চতা ১৮ দশমিক ৫ থেকে ২৪ দশমিক ৫-এর মধ্যে থাকলে তাকে সঠিক বিএমআই বলে ধরা হয়।