পানির ভিন্নতার কারণে কি চুল পড়ে?
অনেকের ধারণা, বিভিন্ন জায়গার পানি বিভিন্ন রকম হয়। আর পানির এ তারতম্যের কারণে চুলপড়ার সমস্যা ঘটে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫২১তম পর্বে কথা বলেছেন ডা. রেজা বিন জায়েদ। বর্তমানে তিনি ঢাকার পান্থপথে অবস্থিত স্কিন স্কয়ার চর্মরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পানির ভিন্নতা, ঘুম কম হওয়া, বিশ্রাম কম নেওয়া, মানসিক চাপ ইত্যাদির সঙ্গে কি চুল পড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে?
উত্তর : রয়েছে। এগুলোর মধ্যে আগে আমি এগিয়ে রাখব, মানসিক চাপকে। একে আমি চুলপড়ার প্রথম কারণ হিসেবে ধরব।
এরপর বলছিলেন পানির কথা। আমি পাচ্ছি না যে পানির কারণ রয়েছে। চিকিৎসা বিজ্ঞানও তা বলে না যে পানির ভিন্নতার কারণে চুল পড়ে যায়। ঢাকার পানি বা অনেকে বলে খুলনার আয়রনযুক্ত পানির কারণে চুল পড়ে যাচ্ছে। আসলে আয়রনযুক্ত পানিতে গোসল করলে চুল কিছুটা ফ্যাকাশে বা রুক্ষ্ম হয়ে যায়। চুলের রঙ আস্তে আস্তে লালচে ধরনের হতে পারে। গুণগত মান নষ্ট হয়। তকে সংখ্যায় কমে এমন কারণ খুঁজে পাওয়া যায়নি।