কাদের ক্ষেত্রে ব্রণের সমস্যা বেশি হয়?
ব্রণ প্রচলিত একটি সমস্যা। নারী-পুরুষ উভয়েই এই সমস্যায় পড়ে। তবে বয়ঃসন্ধিকালে হরমোনের তারতম্যের কারণে এ সমস্যা বেশি হয়। এ ছাড়া ব্রণ হওয়ার অন্যান্য কারণ রয়েছে।
কাদের ক্ষেত্রে ব্রণ বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৩৬তম পর্বে কথা বলেছেন ডা. জেসমিন আক্তার লীনা। বর্তমানে তিনি সরকারি কর্মচারী হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কাদের ক্ষেত্রে ব্রণের সমস্যা বেশি হয়?
উত্তর : ব্রণের ক্ষেত্রে অনেক জিনগত প্রভাব রয়েছে। দেখা যায়, অনেক সময় পরিবারে ব্রণের প্রবণতা থাকে। দেখা যায়, পরিবারের কারো বড় বড় সিস্টের মতো রয়েছে, দাগ পড়ে যায়। এটাও জিনগতভাবে আসে আসলে।