কোন ধরনের ত্বকে কোন ময়েশ্চারাইজার?
ত্বকের যত্নে ময়েশ্চারাইজার ব্যবহার করা হয়। তবে কোন ত্বকের জন্য কোন ধরনের ময়েশ্চারাইজার, সেটি অনেকে জানেন না।
কোন ধরনের ত্বকে কোন ময়েশ্চারাইজার প্রয়োজন, এ বিষয়ে কথা বলেছেন ডা. জেসমিন আক্তার লীনা।
বর্তমানে তিনি সরকারি কর্মচারী হাসপাতালে চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৩৬তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : কার ত্বকে কোন ধরনের ময়েশ্চারাইজার প্রয়োজন?
উত্তর : এই ক্ষেত্রে ত্বকের ধরনটা বুঝতে হবে। আপনার ত্বক কেমন, সেটি কিন্তু আপনিই ভালো বুঝতে পারবেন। আপনার ত্বক কি তৈলাক্ত, নাকি শুষ্ক এটি বুঝতে হবে। শুষ্ক থাকলে ভালো একটি ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম নিয়মিত ব্যবহার করতে হবে। ফেসওয়াশের ক্ষেত্রে যেগুলো চামড়া বেশি শুষ্ক করে দিচ্ছে, সেগুলো এড়িয়ে যেতে হবে।
আর যদি ত্বক বেশি তৈলাক্ত মনে হয়, তাহলে অবশ্যই আপনি কোল্ড ক্রিম ব্যবহার করেন। যদি তেলযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করেন, তাহলে তৈলাক্ত ভাব আরো বেড়ে যাবে। সবচেয়ে ভালো হবে একজন বিশেষজ্ঞের কাছে তার ত্বকের অবস্থাটা বুঝে নিয়ে এসব ব্যবহার করা।