ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে কোমর ও হাঁটু প্রতিস্থাপন
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির প্রেসিডেন্ট এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক এম আমজাদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশে কোমর ও হাঁটু প্রতিস্থাপন অপারেশনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। এ ধরনের অপারেশনের জন্য যে ধরনের সুসজ্জিত অপারেশন থিয়েটার প্রয়োজন তা অনেক হাসপাতালে নেই। অনেকেই জানে না দেশেই এ ধরনের অপারেশন হয়। দেশের গরিব ও দুস্থ মানুষের আর্থিক সংগতি নেই এ ধরনের চিকিৎসা খরচ বহন করার, এমতাবস্থায় বিনামূল্যে কোমর ও হাঁটু প্রতিস্থাপন অপারেশন ইবনে সিনা ট্রাস্টের একটি প্রশংসনীয় উদ্যোগ।’
আজ ২৬ এপ্রিল, রোববার রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিনব্যাপী কোমর ও হাঁটু প্রতিস্থাপন অপারেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান এবং লাইভ ওয়ার্কশপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. নিখিলেস দাস বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোমর ও হাঁটু প্রতিস্থাপন অপারেশনের এ ধরনের ক্যাম্পের আয়োজন করা হলে একদিকে রোগীরা সেবা নিয়ে সুস্থ হবেন, অপরদিকে চিকিৎসাসেবার সাথে জড়িত চিকিৎসকরা প্রযুক্তির উৎকর্ষতা সম্পর্কে জানতে পারবেন।’
সভাপতির বক্তব্যে ইবনে সিনা ট্রাস্টের সদস্য (প্রশাসন) অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের দারিদ্র্যক্লিষ্ট জনগোষ্ঠীসহ সর্বস্তরের মানুষের জন্য ইবনে সিনা ট্রাস্ট তিন যুগেরও বেশি সময় ধরে বহুবিধ জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র মূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ ঠোঁটকাটা, তালুফাটা রোগীদের চিকিৎসা করা হয়।’
ইবনে সিনা ট্রাস্টের সদস্য (প্রশাসন) অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন এবং পঙ্গু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. সিরাজ-উল-ইসলাম, সার্জিক্যাল টিমের প্রধান কলকাতার পিয়ারলেস হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. নিখিলেস দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইবনে সিনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক ডা. মাহফুজুর রহমান খান চৌধুরী ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইবনে সিনা মেডিকেল কলেজের অর্থোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পারভেজ আহসান।