হঠাৎ কেটে গেলে
মাঝে মাঝে বিভিন্ন কাজ করতে গিয়ে অসাবধানতাবশত গায়ে কাটাছেঁড়া হয়ে যায় আমাদের। কেটে গেলে রক্তপাত দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। তবে এ সময় মাথা ঠান্ডা রাখুন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। আসুন জেনে নিই হঠাৎ কেটে গেলে কী করতে হবে।
কেটে রক্তপাত হতে থাকলে পরিষ্কার কাপড় বা গজ-ব্যান্ডেজ দিয়ে কাটা স্থানে চাপ দিন। কাপড় বা গজ ব্যান্ডেজ না পেলে হাত দিয়ে চেপে ধরুন। তবে হাত, কাপড় বা ব্যান্ডেজ অবশ্যই পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত হতে হবে। না হলে কাটা স্থানে ইনফেকশন হতে পারে।
তরলের ধর্ম উঁচু স্থান থেকে নিচু স্থানে ধাবিত হওয়া। তাই হাতে কাটলে হাত উঁচু করে ধরুন। আপনাআপনি রক্ত পড়া বন্ধ হবে।
রক্তপাত হলে অনেকেই সঙ্গে সঙ্গে পানির ট্যাপের নিচে রক্ত ধুয়ে ফেলেন। আবার অনেকে বিষাক্ত মনে করে রক্ত চেপে ফেলে দেন। এতে করে রক্তক্ষরণ বেশিক্ষণ ধরে চলতে থাকে। রক্তপাত বন্ধ হওয়ার জন্য রক্তের মধ্যেই রক্ততঞ্চন ফ্যাক্টর থাকে। ধুয়ে ফেললে তা কমে যায়। রক্তপাত বন্ধ করার জন্য রক্তের উপাদানগুলো মিলে জমাট রক্ত তৈরি করে। এ জমাট রক্ত চেপে ফেলে দিলে আবার শুরু হবে রক্তপাত।
গ্রামে অনেকে কাটা স্থানে মাকড়সার জাল, গোবর, হাড়ির কালি, টুথপেস্ট লেপে দেন। এটা ইনফেকশন ডেকে আনা ছাড়া আর কিছুই নয়।
কাটা স্থান অল্প হলে অ্যান্টিবায়োটিক মলম লাগাতে পারেন। বেশি কেটে গেলে বা রক্তপাত ১০ মিনিটের মধ্যে বন্ধ না হলে হাসপাতালে নিতে ভুলবেন না। কাটা স্থানে সেলাই দিতে হতে পারে। প্রয়োজন হলে চিকিৎসক অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দেবেন।
ডা. হুমায়ুন কবীর হিমু : মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ।