বয়স বাড়লে ত্বক ঝুলে যায় কেন?
বয়স বাড়ার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় ত্বকে। ত্বকে বলি রেখা পড়ে; ত্বক ঝুলে যায়।
বয়স বাড়লে ত্বক ঝুলে যায় কেন, এ বিষয়ে কথা বলেছেন
ডা. ইসরাত জাহান। বর্তমানে তিনি ল্যাবএইড (গুলাশান)-এর ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬১৯তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : বার্ধক্য বলতে আমরা কী বুঝি?
উত্তর : বার্ধক্য খুব প্রাকৃতিক একটি বিষয়। একজন মানুষ জন্মাবে, তার আস্তে আস্তে বয়স হবে, খুব স্বাভাবিক। আমরা যখন ৩০ পার করি, আমাদের ত্বকে বলিরেখা দেখা দেয়। ত্বক আস্তে আস্তে শুষ্ক হয়ে যায়। আরো যখন বয়স হয়, দেখা যায়, আমাদের গালে ভাঁজ পড়ে। গাল আগে যেমন ফোলা ছিল, তেমন থাকে না। এটি আস্তে আস্তে চিকন হয়ে যায়। এর কারণ হলো, আমাদের হাড়গুলো আস্তে আস্তে চেপে যায়। আমাদের ত্বকে ক্যালসিয়াম কমতে থাকে।
কোলাজেন আমাদের ত্বকে নমনীয়তা ধরে রাখে। বয়সের সঙ্গে সঙ্গে কোলাজেন হারিয়ে যায়। এর কারণে ত্বকটা আর টান টান থাকে না। ত্বকে ভাঁজ পড়ে যায়।
প্রশ্ন : বয়স হলে ত্বক কেন ঝুলে যায়?
উত্তর : ত্বকের তো তিনটি লেয়ার থাকে। ত্বকের সবচেয়ে উপরের লেয়ারের নিচে থাকে কোলাজেন। কোলাজেন ত্বকের নমনীয়তা ধরে রাখে। বয়সের সঙ্গে সঙ্গে কোলাজেন তৈরি কমে যায়। সেই জন্য বয়সের সঙ্গে সঙ্গে আমাদের চামড়া ঝুলে যায়।
এ ছাড়া সানব্লক না ব্যবহারের কারণেও ত্বক অনেক দ্রুত ঝুলে যায়। গবেষণায় দেখা গেছে, যারা সানব্লক ব্যবহার করে তাদের ক্ষেত্রে বয়সের ছাপগুলো দেরিতে আসে।
এ ছাড়া জিনগত কারণে ত্বক দ্রুত ঝুলে পড়ে। দেখা যায়, মায়ের বয়সের ছাপ আগে পড়লে সন্তানেরও দ্রুত পড়ে।