কোন রোগে ভুগছেন? জেনে নিন হাত দেখে
আপনি কি কখনো হাতের দিকে ভালোভাবে তাকিয়েছেন? আসলে অধিকাংশ ক্ষেত্রেই এ কাজটি করা হয় না। তবে জানেন কি, হাত আপনার স্বাস্থ্যের অবস্থা বলে দিতে পারে? হাত কিছু রোগের লক্ষণ প্রকাশ করে। আসুন জানি সেগুলো—
- লাল হাতের তালু
হাতের তালু লাল হয়ে গেলে এবং ছোট ছোট দাগ থাকলে চিকিৎসকের কাছে যান। এটি লিভারের রোগের লক্ষণ।
- ফোলা আঙুল
অতিরিক্ত লবণ খাওয়ার ফল হলো ফোলা আঙুল। আর জানেন নিশ্চয়ই, অতিরিক্ত লবণ খাওয়া উচ্চ রক্তচাপ তৈরি করতে পারে। তাই আঙুল ফুলে যেতে দেখলে লবণ খাওয়ার পরিমাণ কমাতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
- তালুতে ঘাম
এটি থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত সক্রিয় হওয়ার লক্ষণ। আপনার প্রায়ই তালু ঘামার সমস্যা হয়ে থাকলে চিকিৎসকের কাছে যান।
- নখ মলিন লাগা
নখে চাপ দিলে সাদা লাগে, আর ছেড়ে দিলে গোলাপি হয়ে যায়। এটা স্বাভাবিক। তবে ছেড়ে দেওয়ার পর আবার সাদা হয়ে গেলে এটি আয়রনের ঘাটতির লক্ষণ।