বাংলাদেশে কোন বয়সে স্তন ক্যানসার বেশি হয়?
বাংলাদেশে নারী মৃত্যুর অন্যতম কারণ স্তন ক্যানসার। তবে পুরুষেরও এ ক্যানসার হয়। কোন বয়সের নারীর স্তন ক্যানসার বেশি হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬২৬তম পর্বে কথা বলেছেন ডা. তানিয়া ইরফান। বর্তমানে তিনি রয়াল মারসভেন হাসপাতালে মেডিকেল অনকোলজি বিভাগের স্পেশালিস্ট হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্তন ক্যানসারের জন্য ঝুঁকিপূর্ণ কারা? বা কাদের বেশি স্তন ক্যানসার হয়?
উত্তর : ঝুঁকিপূর্ণ যে কেউ হতে পারে। পশ্চিমা বিশ্বে একে পোস্ট মেনোপজাল অর্থাৎ যাদের দীর্ঘমেয়াদে ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, তাদের রোগ বলা হতো। এখন এর পরিবর্তন হয়েছে। পশ্চিমা বিশ্বে ৬৫ থেকে ৭০ বছরের নারীর স্তন ক্যানসার বেশি হয়। বাইরের দেশে ১০ ভাগের ক্ষেত্রে ৩৫ বা তার নিচে ধরা পড়ে। বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ৪৫ থেকে ৫০ বছরের নারীর মধ্যে স্তন ক্যানসার বেশি হতে দেখা যায়। এদের বলা হয় পেরি মেনোপোজাল। মানে এদের ঋতুস্রাব এখনো বন্ধ হয়নি, হবে হবে করছে।