ইরান-আফগান সীমান্তে অগ্নিকাণ্ডে ১০০টি জ্বালানি ট্যাংকার ধ্বংস
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/14/aaphgaanistaan.jpg)
ইরানের সঙ্গে আফগানিস্তানের বৃহত্তম বাণিজ্য বন্দর ইসলাম কালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০০টি তেল ও গ্যাস ট্যাংকার ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা রোববার এ কথা জানান। খবর বাসসের।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত নগরী থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরে ইসলাম কালা বন্দরে শনিবার বিকেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভানো হয়েছে ও ঘটনার কারণ উদঘাটনে তদন্ত ও অনুসন্ধান শুরু হয়েছে।
হেরাত প্রদেশ গভর্নরের মুখপাত্র জিলানি ফরহাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘আমাদের জানানো হয়েছিল ১০০ অথবা ২০০ ট্যাংকার ধ্বংস হয়েছে, তবে এই সংখ্যা আরো বেশি হতে পারে।’
জিলানি ফরহাদ আরও বলেন, এই ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছে, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অনেক উচ্চতায় আগুনের শিখা ও আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
অর্থ মন্ত্রনালয় জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগে প্রথমে একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে জ্বালানি, ট্যাংকার ও শুল্ক অবকাঠামোসহ ‘বিপুল আর্থিক ক্ষতি’ হয়েছে।
মন্ত্রনালয় জানায়, ঘটনার কারণ অনুসন্ধানের জন্য কাবুল থেকে একটি তদন্তদল পাঠানো হয়েছে।
হেরাত চেম্বার অব কমার্সের প্রধান ইউনুস কাজী জাদা শনিবার প্রাথমিক হিসাবে বলেছেন, এতে ‘লাখ লাখ ডলারের ক্ষতি’ হয়েছে। হেরাত প্রদেশের বিশাল এলাকা রোববার বিদ্যুৎবিহীন রয়েছে।